সকল মেনু

ছিটকে পড়লেন মাশরাফি

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ইনজুরি নিয়ে এশিয়া কাপ থেকে ছিটকে পড়লেন পেসার মাশরাফি বিন মতুর্জা।

শুক্রবার দলের ফিজিও বিভব সিং সাংবাদিকদের জানান, ভারতের বিপক্ষে ম্যাচে ‘সাইড স্ট্রেইন’ নিয়ে খেলা মাশরাফির চোটের জায়গায় এমআরই স্ক্যান করা হয়েছে। এই চোট নিয়ে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে খেলানো হবে না তাকে।’

বিশ্বকাপে মাশরাফিকে পুরোপুরি ফিট হওয়ার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিভব সিং।

এদিকে দলের নির্বাচক ফারুক আহমেদ খান জানান, এশিয়া কাপের পরবর্তী চার ম্যাচের জন্য মাশরাফির জায়গায় শফিউলকে নেওয়া হয়েছে।

এদিকে ডান কাঁধে চোট পাওয়া অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি টিম ম্যানেজমেন্ট। বিভব সিং জানিয়েছেন, মুশফিকুর রহিমকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস টেস্ট হবে। এরপর মুশফিকের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top