সকল মেনু

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেলের বিজয়

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-১৫ বর্ষের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পদক পদসহস নিরঙ্কুশ বিজয় পেয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল জয় পেয়েছে ৬টি সদস্য পদে।

শুক্রবার সকালে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল পাওয়া যায়। এতে নীল প্যানেল ১০টি অফিসিয়াল পদের সব কটিতে জয়লাভ করে এবং ১৫টি সদস্য পদের ৯টিতে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা জয় পান।

সভাপতি পদে মোঃ মহসীন মিয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ মোসলেহ উদ্দিন জসীম, সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহ-সভাপতি পদে জহির রায়হান জসীম, কোষাধ্যক্ষ পদে মোঃ সামসুজ্জামান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহম্মদ উল্ল্যা আমান, সাংস্কৃতিক সম্পাদক পদে রাফিজা আলম লাকি, দপ্তর সম্পাদক পদে শহীদ গাজী জয়লাভ করেন।

এর আগে বুধবার সকাল ৯টায় ঢাকা বারের আইনজীবী সমিতি মিলনায়তনে ২ দিনব্যাপী ভোটগ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ঢাকা বারের ২৫টি পদের বিপরীতে ৭১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

বিদ্রোহী প্রার্থী হিসেবে সবুজ প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ওই প্যানেলের কেউই পাস করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top