সকল মেনু

সিরাজগঞ্জে ২ দিন ব্যাপি পথ নাট্যাৎবের উদ্ধোধন

 সিরাজগঞ্জ প্রতিনিধিঃ  সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে শুরু হয়েছে ২ দিন ব্যাপি রাজশাহী বিভাগীয় পথ নাট্যাৎসব।বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের আয়োজনে এই উৎসব চলবে ২৭ এবং ২৮ ফেব্রুয়ারী । বৃহস্পতিবার সন্ধ্যায় পথ নাট্যাৎসবের উদ্ধোধন করেন প্রবীন সাংবাদিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দীন পবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোমিন বাবু,সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সভাপতি আছির উদ্দীন মিলন,সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার সোহরাব আলী সরকার,তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক গাজী টি এম মোয়াজ্জেম,মৃত্তিকা নাট্য গোষ্ঠির পরিচালক  গাজী জগলু চৌধুরী,নাট্যলোকের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।পরে পর পর ৩ টি পথ নাটক প্রদর্শিত হয়। পাবনার নাট্যদল পাবনা ৭৭ মঞ্চস্থ করে নাটক “বনো ইতিহাস”। সিরাজগঞ্জের নাট্য দল নাবিক নাট্য গোষ্ঠি মঞ্চস্থ করে নাটক “এখানেই শেষ” এবং থিয়েটার মঞ্চ মঞ্চস্থ করে নাটক “ভেলকি”।এসময় মুক্তির সোপানে নাটকের দর্শক ছিল চোখে পড়ার মত। ২৮ তারিখে নাটক মঞ্চস্থ করবে শাহজাদপুর থিয়েটার এবং কথক থিয়েটার। এসময় কবি টি এম মোয়াজ্জেমের “পাথরে ফোটা ফুল” কবিতা বই এর মোড়ক উন্মোচন করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top