সকল মেনু

চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

 শাহ মোহাম্মদ মাকসুদুল আরম, চাঁদপুর:  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলারর অধিকাংশ কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, আগাম সিল দেয়াসহ ভোট ডাকাতির অভিযোগে তিন চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। এরা হচ্ছেন- বিএনপি  সমর্থিত শরীফ মো. ইউনুছ, স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও আ. মালেক বুলবুল। বিভিন্ন কেন্দ্র থেকে সিল মারা প্রচুর ব্যালট পেপার জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনী কর্মকর্তারা জানান, বিশেষ প্রার্থীর পক্ষে জোরপূর্বক ব্যালট ছিনিয়ে নিয়ে সিলিং করা হয়।এদিকে  ব্যালট পেপার ছিনতাই এবং নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার  ঘটনায় ফরিদগঞ্জের গুপটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চর রাঘবরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব লাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউনিয়া হানাফিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র, মতলব দক্ষিণের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১ ঘন্টা করে ভোটগ্রহন স্থগিত রাখার পর পুনরায় চালু করা হয়েছে। চাঁদপুর সদরের বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটবক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ ফাঁকা গুলি করে দুর্বৃত্তদের ছত্রভঙ্গ করে দেয়। অন্যদিকে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন কেন্দ্র দখল হওয়ার অভিযোগ করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী এম এ শুক্কুর পাটওয়ারী। এর আগে মতলব উত্তর উপজেলার বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূরুল হক সরকার গত ২৫ ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন নিয়ে আশংকা প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top