সকল মেনু

ইউপি চেয়ারম্যান রাষ্ট্রীয় সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন

মো. আমিররুজ্জামান, নীলফামারী ২৭ ফেব্রুয়ারি:  রাষ্ট্রীয়ভাবে শিক্ষা সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন নীলফামারীর জলঢাকার কৈমারী ইউপি চেয়ারম্যান কোহিনুজ্জামান লিটন। ২৮ ফেব্র“য়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এ শিক্ষা সফরে বাংলাদেশের নির্বাচিত ১৬ জন ইউপি চেয়ারম্যান অংশগ্রহণ করতে যাচ্ছেন। এ সফরে চেয়ারম্যানগণ ইন্দোনেশিয়ার স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন অনুকরণীয় উদ্যোগ সম্পর্কে ধারণা লাভ করবেন। উলে¬খ্য, পযান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ইউপি কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা ও স্যানিটেশন এবং শিশু বিয়ে বন্ধে কৈমারী ইউপির নানা উদ্যোগ ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ প্রসঙ্গে কোহিনুজ্জামান লিটন বলেন, ইন্দোনেশিয়া সফরের অভিজ্ঞতার আলোকে কৈমারী ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলতে চাই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top