সকল মেনু

চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : চট্টগ্রাম বন্দরের ১৫ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদক চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে বন্দর থানায় মামলাটি দায়ের করেন। চট্টগ্রাম বন্দর থেকে অবৈধভাবে কন্টেইনার পাচারে জড়িত থাকার দায়ে প্রাথমিক অনুসন্ধান শেষে দুদক বন্দরের ১৫ কর্মকর্তা-কর্মচারী ছাড়াও একটি বেসরকারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে এ মামলার আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বন্দরের নিরাপত্তা বিভাগের ৯ জন, পরিবহন বিভাগের ৬জন কর্মকর্তা-কর্মচারী ও সিএন্ডএফ এজেন্ট‘র ২ জন কর্মকর্তা রয়েছেন । আসামিরা হলেন, মো. হুমায়ুন কবির, অধীর কান্তি চক্রবর্তী, প্রদীপ কুমার মহাজন, মোস্তাফিজুর রহমান, শ্যামল কৃষ্ণ ভৌমিক, মো. আতিকুর রহমান, ছালেহ জহুর, সিরাজুল হক মোল্লা, মোহাম্মদ আলী আজম চৌধুরী, মো. মনির আহম্মদ, মো. ছগির আহম্মদ, মো. হারুন চৌধুরী, মিজানুর রহমান, মো. কামাল উদ্দিন চৌধুরী, মো. নজরুল ইসলাম, নগরীর আগ্রাবাদ এলাকার সিএন্ডএফ এজেন্ট এবকো এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মো.আলম শাহ এবং এবকো এন্টারপ্রাইজের জেটি সরকার বরুন কান্তি সেন। চট্টগ্রাম বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, দুদকের পক্ষ থেকে ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে ১৫ জন বন্দরের কর্মকর্তা-কর্মচারী। মামলার অভিযোগে বলা হয়েছে, বন্দরের সংরক্ষিত এলাকা থেকে বন্দরের নিরাপত্তা বিভাগ ও বন্দর কর্মচারীদের যোগসাজসে প্রায় ৪০ লাখ টাকার পণ্য বোঝাই একটি কন্টেইনার পাচারের করে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা থাকায় দুদক মামলাটি দায়ের করেছে। মামলার বাদী ও দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘আসামিরা পরস্পর যোগসাজোশের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত জেটি এলাকা আমদানি পণ্য বোঝাই কন্টেইনার পাচার করেছে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top