সকল মেনু

ফিরেই গর্জে উঠতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক , ২৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  ফেব্রুয়ারীর শুরুতেই অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে তিন মাচের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর কিংস কাপে খেললেও স্প্যানিশ লা লীগার কোন ম্যাচেই খেলতে পারেননি তিনি। অবশেষে নিষেধাজ্ঞা কাটিয়ে আজ বুধবার আবারও ফিরছেন সিআর সেভেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে আজ বুধবার জার্মান ক্লাব শালকে জিরো ফোরের বিপক্ষে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। আর জার্মান জায়ান্টদের বিপক্ষে প্রথম থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। শুধু তাই নয়, প্রতিপক্ষের বিপক্ষে জ্বলে উঠার জন্য রোনালদো পুরোপুরি প্রস্তুত বলেও মন্তব্য করেছেন তিনি।

এ বিষয়ে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাবেক প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘সে (রোনালদো) খুবই উদ্বুদ্ধ। কারণ সে খেলতে চায়। সাইড লাইনে বসে থাকাতে সে মোটেও খুশি নয়। মাঝের সময়টাতে সে নিজেকে দারুণভাবে প্রস্তুত করে তুলেছে। শারিরীক ও মানুসিকভাবে সে খুবই আশাবাদী।’

স্প্যানিশ লা লীগায় চলতি মৌসুমের শুরুটা তেমন ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। তবে সেই ধাক্কা সামলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদকেও টপকিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও সেই পারফরম্যান্স দেখাতে চায় কার্লো আনচেলত্তি।

কিন্তু জার্মান প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের ইতিহাস মোটেও ভালো নয়। ২৫বারের সফরে মাত্র ১বার জয়ের দেখা পেয়েছে রিয়াল। আর ১৮টিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে স্পেনের ক্লাবটি। বাকী ম্যাচগুলোতে ড্র করেছে তারা। তবে এবার সেই ইতিহাস জয় করতে মরিয়া কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top