সকল মেনু

ভারতীয় নৌবাহিনী প্রধানের ইস্তফা

আন্তর্জাতিক ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : মুম্বইয়ে সাবমেরিন দুর্ঘটনার পর ইস্তফা দিয়েছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ডি কে জোশী। জোশীর ইস্তফা গ্রহণ করেছে দেশটির  স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার সকালে মুম্বাই উপকূলে আইএনএস সিন্ধুরত নামের সাবমেরিনটিতে ছোটখাট বিস্ফোরণ হয়। তারপরেই সাবমেরিনটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুম্বাই উপকূলের ৪০-৫০ কিলোমিটার দূরে ভেসে ওঠে ডুবোজাহাজটি।

ধোঁয়ায় জ্ঞান হারান পাঁচজন নাবিক। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে দু’জনকে নিখোঁজ বলেও দাবি করা হয়েছিল।

এদিকে নৌবাহিনীর দাবি আইএনএস সিন্ধুরতেœ কোনও অস্ত্রশস্ত্র ছিল না। মেরামতির পর ডুবোজাহাজটিকে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল।

এর আগে গত বছর মুম্বাই বন্দরে বিস্ফোরণের ফলে ডুবে যায় নৌবাহিনীর ডুবোজাহাজ সিন্ধু রক্ষক। মারা যান ১৮ জন নাবিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top