সকল মেনু

সন্ত্রাসী পৃষ্ঠপোষকতায় ৫ সংগঠন নিষিদ্ধ

ঢাকা, ২৬  ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা এতে অর্থসহায়তা দিয়ে পৃষ্ঠপোষকতা করার দায়ে সরকার পাঁচটি সংগঠনকে নিষিদ্ধ করেছে। তবে ইসলামী ব্যাংককে এখনই সন্ত্রাসী ব্যাংক বলা যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন অর্থমন্ত্রী। যদিও কোন পাঁচটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে তার নাম জানাননি তিনি। অপর এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, যখনই সন্ত্রাসী ঘটনা ঘটে, তখনই জামায়াত-শিবিরের নাম আসে, এটা ঠিক নয়। জামায়াত-শিবির বেশিরভাগ ক্ষেত্রে সন্ত্রাসী ঘটনা ঘটায়, এজন্য তাদের নাম বেশি ওঠে। তবে জামায়াত-শিবির ছাড়াও যারা সন্ত্রাসী ঘটনা ঘটায়, তাদেরও আইনের আওতায় আনা হয় এবং ভবিষ্যতেও হবে। কারণ সন্ত্রাসীদের কোনো দল নেই। প্রচলিত আইনে তাদের বিচার হওয়া জরুরি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top