সকল মেনু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএসইসি প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : দেশের শেয়ার বাজারের  সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রতিনিধি দল। বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীল কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান শীর্ষ নিউজ ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিএসইসির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে এ সাক্ষাতে বিএসইসির চেয়ারম্যান এবং উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা অংশ নিতে পারবেন।

সাক্ষাৎকালে পুঁজিবাজারের সার্বিক অবস্থা, বিগত কয়েক বছরের অর্জন সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। বিশেষ করে আন্তর্জাতিক স্বীকৃতি স্বরূপ বিএসইসির ‘এ’ ক্যাটাগরি অর্জন, দুই স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথকীকরণ এবং ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন সম্পর্কে অবহিত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top