সকল মেনু

কাশ্মীরে ভারত বিরোধীদের ওপর পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ মঙ্গলবার স্বাধীনতাপন্থী শত শত গ্রামবাসীর ওপর পুলিশ গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। এতে এক গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। বিদ্রোহী সন্দেহে এই অঞ্চলে সাতজন নিহত হবার একদিন পর এই ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এসোসিয়েট প্রেস জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সিঙ্গুর থেকে ১৫০ কিলোমিটার উত্তর কুপারার জনগণ স্বাধীনতার দাবিতে থানার সামনে স্লোগান দিতে থাকে। এ সময় তারা নিহতদের লাশ সৎকারের জন্য ফেরত চান। কিন্তু পুলিশ কয়েক ডজন গুলি বর্ষণ ও টিয়ারগ্যাস ছোড়ে।

প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান উভয়ের কাশ্মীরের কিছু এলাকা দখলে রয়েছে। তারা কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। ১৯৮৯ সালের পর থেকে এখানে ভারতীয় সেনা মোতায়েন ও অভিযানে প্রায় ৬৮ হাজার মানুষ নিহত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top