সকল মেনু

ছাত্রদলের সঙ্গে খালেদার মতবিনিনিয়

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : জাতীয়তাবাদী ছাত্রদলের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ৯টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ওই বৈঠক রাত সাড়ে ১১টায় শেষ হয়। বৈঠক সূত্র জানায়, শুরুতে সংগঠনের নেতৃবৃন্দের কথা শোনেন বিএনপি প্রধান। ছাত্রদলকে আরো সুসংগঠিত করতে বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করার সিদ্ধান্তের কথা জানান খালেদা জিয়া। সংগঠনের সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব কারাগার থেকে বের হলেই কমিটি ভেঙে দেওয়া হবে।

সভায় দলের ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম ফিরোজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের সভাপতি হুমায়ুন কবির, মহসিন হলের সভাপতি এজমল হোসেন পাঠান, মুজিব হলের সভাপতি মামুন বিল্লাহ, রোকেয়া হলের সভাপতি সাহানুর নার্গিস, মহসিন হলের সাধারণ সম্পাদক এহতেশামুল হক, সূর্যসেন হলের সাধারণ সম্পাদক করিম সরকার, শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ফজলুল হক হলের সাধারণ সম্পাদক হাসানসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top