সকল মেনু

তালেবানকে ক্রিকেট খেলার আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : এত দিন ছিল সংলাপের আমন্ত্রণ। কিন্তু এবার দেওয়া হলো ক্রিকেট খেলার আমন্ত্রণ।

পাকিস্তানের সশস্ত্র সংগঠন তালেবানকে শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের আন্দোলনের জন্য দেশটির সরকার তাদের সঙ্গে এরই মধ্যে কয়েক দফা আলোচনা করেছে। আবার কিছু পদক্ষেপ ভেস্তেও গেছে।

তালেবান-সরকারের মধ্যকার আলোচনা-সংলাপ নিয়ে যখন পাকিস্তানে নানামুখী সমালোচনা ঝড় বইছে, ঠিক তখনই এ বিষয়ে এক নতুন চকম নিয়ে হাজির হলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।

সোমবার ইসলামাবাদে কূটনীতিকদের সঙ্গে এক প্রীতি ম্যাচ শেষে তিনি বলেন, যুদ্ধ ছেড়ে ক্রিকেট খেলা উচিৎ তালেবানদের।

স্বরাষ্ট্রমন্ত্রী নিসার গণমাধ্যমকর্মীদের বলেন, আমরা তালেবানদের ক্রিকেট খেলতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা (সাংবাদিক) এ বার্তা তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) কাছে পৌঁছে দিন।

এ উদ্যোগ সফল হলে তা তালেবানদের জন্য ভালো ফল বয়ে আনবে বলে তিনি বিশ্বাস করেন।

মন্ত্রী আরো বলেন, সব কিছুর আগে শান্তি। তা অর্জনের জন্য সরকার যেকোনো পদক্ষেপ নিতে পারে।

তথ্যসূত্র : দ্য হিন্দু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top