সকল মেনু

নীলফামারীর কিশোরীগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে মেয়ের মৃত্যু, সংকটাপন্ন আরও দুইজন

মো. আমিররুজ্জামান, নীলফামারী, ২৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : নীলফামারীর কিশোরীগঞ্জে অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন দুই সন্তানের জননী বুলবুলি বেগম(৩১)। এছাড়াও শরীরের অধিকাংশ জায়গা ঝলসে যাওয়ায় মৃত্যুযন্ত্রনায় কাতরাচ্ছেন ভাই জিয়ারুল হক ও স্বামী দুলাল হোসেন। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে রবিবার মধ্যরাতে কিশোরীগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণপাড়া ভেতরবন্দ গ্রামে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সেখানকার আব্দুল হাইয়ের রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্ত্বের মধ্যে পাশের দুটি ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে ঘুমন্ত অবস্থায় হাই’র মেয়ে বুলবুলি মারা গেলেও আগুনে ঝলসে যান জামাতা দুলাল হোসেন ও ছেলে জিয়ারুল হক। নিহতের বাবা আব্দুল হাই জানান, রান্না ঘরের সাথে লাগোয়া ঘরে মেয়ে জামাই থাকতো এবং পার্শ্বের আরেকটি ঘরে ছেলে জিয়ারুল ঘুমাচ্ছিল। আগুনের লেলিহান শিখায় মেয়ে বুলবুলি ঘুমন্ত অবস্থায় মারা গেলেও জামাতা দুলাল হোসেন এবং ছেলে জিয়ারুল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন জানান, অগ্নিকান্ডে ছেলে জিয়ারুল হক ও জামাতা দুলাল হোসেনের শরীরের অধিকাংশ জায়গা ঝলসে গেছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে উল্লেখ করে ইউপি সদস্য দেলোয়ার জানান, আহত দু’জনের মধ্যে ছেলের অবস্থা সংকটাপন্ন।

সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) কমল সিংহ ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও কমল সিংহ ঘোষ জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থদের সহায়তা করা হয়েছে। প্রয়োজনীয় সেবা নিশ্চিত করণে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top