সকল মেনু

রাকিবের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর

টাঙ্গাইল, ২৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : টাঙ্গাইলের মির্জাপুরের বৈলতৈলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মৃত্যুদ-প্রাপ্ত জেএমবি সদস্য রাকিব হাসানের মৃতদেহ তার পিতা আবদুস সোবহানের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

সোমবার বিকাল ৫টা ২০ মিনিটে তার মৃতদেহ ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর হস্তান্তর করা হয়।

এর আগে দুপুরে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে বন্দুকযুদ্ধে নিহত রাকিব হাসানের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হয়।

ময়নাতদন্তের জন্য তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেন-টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. রফিকুল ইসলাম, আফরাফ হোসেন ও পুলিশ হাসপাতালের ডা. প্রফুল্ল কুমার সাহা।

পরে তার মৃতদেহ জামালপুরের মেলান্দহ থানার বেলতৈল গ্রামে নিয়ে যাওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top