সকল মেনু

নিজেদের প্রমাণ করতে চায় আফগানরা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে দ্বাদশ এশিয়া কাপের আসর। টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান।

শ্রীলঙ্কা গত এক মাস ধরে বাংলাদেশেই অবস্থান করছে। সোমবার এক সংবাদ সম্মেলনে দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আফগানিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি জানান এশিয়া কাপে নিজেদের প্রমাণ করতেই বাংলাদেশে এসেছেন।

মোহাম্মদ নবী এর আগে প্রিমিয়ার লিগ এবং বিপিএলে খেলে গেছেন। বাংলাদেশ সম্পর্কে তার ভালোই ধারণা রয়েছে। রয়েছে অভিজ্ঞতাও। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বিপিএল এবং প্রিমিয়ার লিগে খেলেছি। এটা আমার জন্য যেমন অভিজ্ঞতা তেমনি আমার দলের জন্যও ভালো। এই অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চাই। আমরা অন্যদের চেয়ে দুর্বল দল হলেও নিজেদের প্রমাণ করতে চাই।’

এশিয়া কাপে আফগানিস্তানই একমাত্র আন্ডারডগ দল। তারাই একমাত্র আইসিসির সহযোগী সদস্য। বাকিরা পূর্ণাঙ্গ সদস্য। এই টুর্নামেন্ট তাদের জন্য এক প্রকার চ্যালেঞ্জই। এ বিষয়ে আফগান দলপতি বলেন, ‘এই টুর্নামেন্ট আমাদের জন্য বেশ টাফ টুর্নামেন্ট। চ্যালেঞ্জিংও বটে। চেষ্টা করব ভালো খেলার। এর আগে আমরা ভারত এবং পাকিস্তানের বিপক্ষে খেলেছি। সেই অভিজ্ঞতাটাও কাজে লাগাতে চাই। আমাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। তারা বেশ ভালো খেলে। আশা করছি এই টুর্নামেন্টেও তারা ভালো খেলবে।’

তিন ম্যাচ নিষেধাজ্ঞার কারণে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মোহাম্মদ নবী বলেন, ‘সাকিব বড় মাপের একজন খেলোয়াড়। বাংলাদেশ দলে তার অনুপস্থিতি আমাদের জন্য প্লাস পয়েন্ট।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top