সকল মেনু

৯২টি উপজেলায় ১৫১২টি মনোনয়নপত্র জমা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : চতুর্থ দফা উপজেলা নির্বাচনে ৪২টি জেলার ৯২টি উপজেলায় ১৫১২ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দাখিলের শেষ দিনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা পড়ে। এ দফায় নির্বাচন আগামী ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।

রোববার রাতে ইসি কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, চেয়ারম্যান পদে ৫৬৫টি, ভাইস চেয়ারম্যান পদে ৬১০টি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৩৭টি মনোয়ন পত্র জমা পড়েছে।

এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ দফার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।

ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিরের শেষ দিন ২৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ২৬ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ দিন ০৬ মার্চ। আগামী ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, পাঁচ দফায় ৪৬৮টি উপজেলায় নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নিবাচন কমিশন। এগুলোর মধ্যে প্রথম দফায় ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার ১১৭টি উপজেলা ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ৮৩টি উপজেলার ভোটগ্রহণ হবে ১৫ মার্চ এবং চতুর্থ দফার ৯২টি উপজেলায় ভোটগ্রহণ হবে ২৩ মার্চ। আর পঞ্চম দফায় ৭৪টি উপজেলায় ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top