সকল মেনু

স্যামসাং-এর ১৪টি ফোন পাচ্ছে অ্যান্ড্রয়েড কিটক্যাট আপডেট

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ২৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  স্যামসাং-এর প্রায় ১৪টি ফোন অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ কিটক্যাট-এ আপডেট পাচ্ছে। সম্প্রতি আর্স টেকনিকা এক খবরে এই তথ্য জানিয়েছে।

স্যামসাং-এর বরাত দিয়ে সাইটটিতে জানানো হয়েছে, যেসব ডিভাইস অ্যান্ড্রয়েড কিটক্যাট আপডেট পেতে যাচ্ছে সেগুলো হলো গ্যালাক্সি নোট ৩-এর কয়েকটি ভ্যারিয়েন্ট, গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এস ৪, গ্যালাক্সি এস ৪ মিনি, গ্যালাক্সি এস ৪ অ্যাকটিভ, গ্যালাক্সি এস ৪ জুম, গ্যালাক্সি এস ৩, গ্যালাক্সি এস ৩ মিনি, গ্যালাক্সি মেগা, গ্যালাক্সি লাইট, গ্যালাক্সি নোট ৮.০, গ্যালাক্সি ট্যাব ৩, গ্যালাক্সি নোট ১০.১, গ্যালাক্সি নোট ১০.১ ২০১৪ সংস্করণ।

গ্যালাক্সি এস ৩-এর মতো বেশ আগের ফোনগুলোতেও অ্যান্ড্রয়েড কিটক্যাট আপডেট দেয়ার ফলে অনেক ব্যবহারকারীর আস্থা ফিরে পাবে স্যামসাং, এমনটাই মন্তব্য করেছে আর্স টেকনিকা। বিশেষ করে নতুন ফোন বিক্রি করার লক্ষ্যে পুরনো ফোনে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণ দিতে চায় না অনেক ফোন নির্মাতা প্রতিষ্ঠান। সেখানে প্রথমশ্রেণীর বেশিরভাগ ডিভাইসে অ্যান্ড্রয়েড কিটক্যাট আপডেট দিতে যাচ্ছে স্যামসাং, যা অনেকের জন্যই দৃষ্টান্তমূলক হতে পারে।

এসব ফোনে আপডেটগুলো কবে আসবে তা নিশ্চিতভাবে জানা না গেলেও আপডেট যে আসছে কেবল সেটাই নিশ্চিত করেছে স্যামসাং।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top