সকল মেনু

২৫ ডলার মূল্যের স্মার্টফোন আনছে মজিলা !

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ২৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  খ্যাতনামা ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান মজিলা এবার আনতে যাচ্ছে বিশ্বের সবথেকে কম মূল্যের স্মার্টফোন । সম্প্রতি মজিলা চায়নিজ চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্প্রীডট্রাম এর সাথে একটি অংশীদারীত্বের চুক্তিতে স্বাক্ষর করেছে, যার ফলে তারা বিশ্বের সর্বাপেক্ষা কমমূল্যের স্মার্টফোন আনবে যার জন্য গুণতে হবে ২৫ মার্কিন ডলার।
২৫ মার্কিন ডলার মূল্যের এই স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি স্ক্রীন, যার রেজুলেশন হবে ৩২০x৪৮০ পিক্সেলের। ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে আরো থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফ এম রেডিও ও অন্যান্য সুবিধা। এই ফোনের রিয়ার ক্যামেরা হবে ২ মেগাপিক্সেলের। এই ফোনের ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহৃত হবে মজিলা ফায়ারফক্স, যেখানে থাকবে এইচটিএমএল৫ সাপোর্ট সুবিধা।

তবে এখন পর্যন্ত এই ফোনের বিষয়ে মজিলা কোন ধরণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top