সকল মেনু

হ্যাকিংয়ের শঙ্কায় আইফোন আইপ্যাড!

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ২৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ত্রুটির কারণে আইফোন ও আইপ্যাড হ্যাক হতে পারে বলে ব্যবহারকারীদের সতর্ক করেছে অ্যাপল। নিরাপত্তা ত্রুটিকে কাজে লাগিয়ে আইফোন ও আইপ্যাডের ই-মেইলসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় হ্যাকাররা বাধা তৈরি করতে পারে। শুক্রবার এক ঘোষণায় এ শঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে হ্যাক প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি অ্যাপল।

এ বিষয়ে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নিরাপত্তা বিশেষজ্ঞ ম্যাথু গ্রিন জানান, বিষয়টি কল্পনার চেয়েও খারাপ। রেস্তোরাঁসহ বিভিন্ন স্থানের অনিরাপদ ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহারের সময়ও হ্যাকাররা ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যে নজরদারি করতে পারে।

ইতিমধ্যে নিজেদের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ ‘আইওএস ৭.০.৬’ বাজারে ছেড়েছে অ্যাপল। এতে নেটওয়ার্কের নিরাপত্তার মান আগের তুলনায় উন্নত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top