সকল মেনু

গণসংযোগে হামলায় সাংবাদিকসহ আহত-২০

ভোলা প্রতিনিধি,২২ফেব্রুয়ারি: ভোলার চরফ্যাশন উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার গণসংযোগে আতর্কিত হামলা চালিয়েছে আওয়ামীলীগের অঙ্গ-সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ৪ সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ভোরের আলো প্রতিনিধি ইউনুস শরীফ, এস এ টিভি প্রতিনিধি সাহাদাত শাহিন, বাংলাভিশনের ক্যামেরাপারসন শামিম আহমেদ, সময় টিভির ক্যামেরাপারসন উৎপল দেবনাথকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে চরফ্যাশন উপজেলার সদর রোডে এ ঘটনা ঘটে।চরফ্যাশন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম অভিযোগ করেন, বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া দোয়াত-কলম প্রতীক নিয়ে চরফ্যাশন বাজারে গণসংযোগ করছিলেন। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের কমীরা এসে আতর্কিত হামলা চালায়। এতে বিএনপির ১৬ কর্মী আহত হয়।তবে এ হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, এ হামলার সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের কোনো কর্মী জড়িত নয়। তিনি দাবি করেন, শনিবার হাটবার হওয়ায় তা উপেক্ষা করে সমাবেশ করায় জনতা তাদের ধাওয়া করেছে। ফলে এ অপ্রীতিকর ঘটনা ঘটেছে।আহত ফটো সাংবাদিক উৎপল দেবনাথ ও খোকন দেবনাথ বলেন, হামলার ছবি তুলতে গেলে হামলাকারীরা সাংবাদিদের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করে। এতে ৪ সাংবাদিক আহত হয়। এদিকে, এ ঘটনার পর থেকে চরফ্যাশনে আতংক ছড়িয়ে পড়ে। যে কোনো সময় ফের সংঘর্ষের আশংকা রয়েছে।হামলার ঘনটা সম্পর্কে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top