সকল মেনু

ব্যতিক্রমধর্মী গরুর গাড়ী ভ্রমন প্রতিযোগিতা

রিপন হোসেন, যশোর থেকে:  যশোরে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমধর্মী গরুর গাড়ী ভ্রমন প্রতিযোগিতা। যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দাইতলা গ্রামের ৫০টি গরুর গাড়ী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ উপলক্ষ্যে সকাল থেকে গোটা এলাকায় ধুম পড়ে যায়। আবাল বৃদ্ধ বনিতা এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় দীর্ঘ সড়কের দুই ধারে। গাড়ীর চালকরা নানা রং ঢঙে সাজিয়ে তোলে তাদের গরু আর গাড়ী গুলোকে। গাড়ীর যাত্রীরাও সাজে নানা সজ্জায় । গ্রাম্য ঐতিহ্য তুলে ধরতে কেউ সাজে কৃষক আর কেউ কৃষাণী। কেউ বা মাথায় মাতালী আর হাতে কাস্তে নিয়ে গ্রাম্য কৃষকের বাস্তবতাকে ফুটিয়ে তোলে। সাথে ছিল বিভিন্ন গ্রাম্য সংস্কৃতির সাথে সামঞ্জ্যপূর্ণ নানা রকমের বাদ্য যন্ত্র। নানা রকমের ভাওয়াইয়া, ভাটিয়ালী, মুর্শিীদি,জারিসারি আর পল্লী গানের তালে তালে নেচে গেয়ে তারা মাতিয়ে তোলে শহরবাসীকে। ৫০টি গাড়ীর দীর্ঘ বহর শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরে তারা শহরের বাহাদুর পুরের জেস গার্ডেনে মিলিত এক মধ্যহ্ন ভোজে। এখানে নেচে গেয়ে এক অন্যরকমের দিন কাটায় গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ গুলো। কিছু সময়ের জন্য তারা হারিয়ে যায় বিনোদনের এক গভীর সমুদ্রে। জীবনের সব দুঃখ কষ্ট ভুলে তারা মেতে ওঠে হাসি আর আনন্দে। সূর্য ডোবার সাথে সাথে মিলিয়ে যায় সারা দিনের আনন্দ আর অনাবিল হাসি। ব্যর্থ মনোরথে তারা ফিরে যায় আপন গন্তব্যে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top