সকল মেনু

উপজেলা নির্বাচনে আওমীলীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

 এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার:  মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচনে সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। পৌর ,উপজেলা আওয়ামীলীগ ও ১২টি ইউনিয়নের দায়িত্বশীল নেতারা গোপন ভোটের মাধ্যমে প্রার্থীতা চূড়ান্ত করেন। চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, ভাইস চেয়ারমান পদে জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহিলা আক্তারকে আওমীলীগ মনোনিত প্রার্থী ঘোষনা করা হয়।  ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাবে সদর উপজেলা আওয়ামীলীগ অয়োজিত সংবাদ সম্মেলনে দলের সভাপতি মসুদ আহমদ লিখিত বক্তব্যে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনকার আহমদ ও সহ প্রতিদন্ধি প্রার্থী চেয়ারম্যন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। লিখিত বক্তব্যে আরো জানানো হয় ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সমাজকল্যাণ মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলীর বাসভবনে দলের প্রার্থিতা চূড়ান্ত করতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে
গোপন ভোট অনুষ্ঠিত হয়। দলীয় ২৭৯ জন নেতাকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চেয়ারম্যান পদে মুহিবুর রহমান তফদার প্রার্থীতার পক্ষে ১৩৯ ভোট পান। একই পদের জন্য কামাল হোসেন পান ১৩০ ভোট। ভাইস চেয়ারম্যান
পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন, এর মধ্যে আব্দুল মতিন পান ১৪৪ ভোট, মোঃ ফিরোজ পান ৩৭ ভোট ও সৈয়দ রেজাউল করিম সুমন পান ৮৮ ভোট। অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন, এর মধ্যে রাহিলা আহমদ ১২৯ ভোট, রাশিদা খানম ৯৮ ও লুৎফুন নাহার ৩৭ ভোট পান। উল্লেখ্য আগামী ২৩ মার্চ মৌলভীবাজার সদর উপজেলায় নির্বাচন অনুষ্টিত হবে। অপর দিকে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চীফ হুইপ সর্মথিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন সমাজকল্যাণ মন্ত্রীরর বাড়ীকে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে তা গঠনতন্ত্র বর্হিভুত আখ্যায়িত করে বলেন, মন্ত্রী একটি পক্ষ নিয়েছেন যার জন্য তিনি এই সিদ্ধান্ত প্রত্যাখান করেছেন। পাশাপাশি জনগনের দাবীর মূখে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থী থাকার ঘোষনা দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top