সকল মেনু

পদ্মা সেতুর জন্য বাজেটে ১৫০০ কোটি টাকা বরাদ্দ

সিলেট, ২২ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে পদ্মা সেতুর জন্য ১৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণে বৈদেশিক চুক্তি জুনের মধ্যে হচ্ছে না। ফলে এ সেতুর জন্য আপাতত ১৫০০ কোটি টাকা বরাদ্দ দেবে সরকার।

শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন অবকাঠামো নির্মাণ কাজ পরিদর্শন শেষে এ কথা জানান অর্থমন্ত্রী।

বিগত বাজেটের বেশিরভাগই বাস্তবায়িত হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সামান্য একটু কম-বেশি হয়েছে, তবে তা কিছুই না। বিগত অর্থবছরের বাজেট বাস্তবায়নের হার উল্লেখ করে শিগগিরই তিনি সংসদে বিবৃতি দেবেন বলে জানান অর্থমন্ত্রী।

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বেশিরভাগ প্রার্থী হারার পেছনে দলীয় কোন্দলকে দায়ী করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কোন্দল করে বিএনপি-জামায়াতকে উপজেলা নির্বাচনে জয় উপহার দেওয়া হয়েছে।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রীর সঙ্গে ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top