সকল মেনু

শ্রীলঙ্কার লক্ষ্য ২৪১ রান

ঢাকা, ২২ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে জিততে হলে তাদের দরকার ২৪১ রান। 

দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন মমিনুল হক। নাসির হোসেন করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান।
 
শ্রীলংকার পক্ষে ধাম্মিকা প্রসাদ ৩টি, সুরঙ্গা লাকমল ২টি এবং সচিত্র সেনানায়েকে ও থিসারা পেরেরা ১টি করে উইকেট নেন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজ।

প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে জিতে এরই মধ্যে ২-০তে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।

সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। ড্রেসিং রুমে অশোভন আচরণের দায়ে ৩ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৩ ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। নাঈম ইসলামও খেলছেন সিরিজের শেষ ওয়ানডেতে।

অপরদিকে শ্রীলঙ্কা দলেও পরিবর্তন হচ্ছে। ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তিলেকারত্নে দিলশান। সাঙ্গাকারাকেও বিশ্রাম দেয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ দল
এনামুল হক (উইকেটরক্ষক), শামসুর রহমান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), নাঈম ইসলাম, মাহমুদুল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, আরাফাত সানি, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

শ্রীলংকা দল
কৌশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, দিনেশ চান্দিমাল, আশান প্রিয়াঞ্জন, কিথুরুয়ান ভিথানাগে, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), থিসারা পেরেরা,অ্যাঞ্জেলো পেরেরা, সচিত্র সেনানায়েকে, ধাম্মিকা প্রসাদ, সুরাঙ্গা লাকমাল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top