সকল মেনু

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত ২৫

ঢাকা, ২২ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার সকাল ১১ টায় ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার পাল সিএনজির সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে ২ জনকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টার দিকে সাতক্ষীরা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-ব-০০০৯) ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ইট ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-চ-০২-২৬৪), একটি মোটরসাইকেল ও লেগুনার সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল, লেগুনা ও বাসটি দুমড়ে মুচড়ে গেলে ২৫ যাত্রী আহত হন।

এবিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত ধামরাই থানার উপ-পরিদর্শক সেকেন্দার আলী বলেন, প্রাথমিকভাবে কোন যাত্রী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top