সকল মেনু

মূল পরিকল্পনাকারী আটক

কিশোরগঞ্জ, ২২ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের টাকা চুরির মূল পরিকল্পনাকারী সোহেলের মামা শ্বশুর সিরাজকে আটক করেছে র‌্যাব।

ভৈরব উপজেলার রেলস্টেশন থেকে শনিবার ভোররাতে তাকে আটক করা হয়েছে। সোহেল গ্রেফতার হওয়ার পর তার জিজ্ঞাসাবাদে ব্যাংক চুরির মূল প্ররোচনাকারী হিসেবে সিরাজের নাম উল্লেখ করে।

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি কিশোরগঞ্জের সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরি হয়। ব্যাংকের পাশের বাড়ির ভেতর থেকে সুড়ঙ্গ করে এ চুরি করা হয়। ব্যাংক চুরির প্রধান আসামি হাবিব ওরফে সোহেলকে তার সহযোগী মোতাহারসহ দুই দিন পর গ্রেফতার করে র‌্যাব। এ সময় লুণ্ঠিত টাকার বস্তাগুলো উদ্ধার করা হয়।

গণনার পর দেখা যায়, ১৬ কোটি ৪০ লাখ টাকার মধ্যে ২০ লাখ ৪৩ হাজার ৪শ টাকা দুদিনে খরচ করেছে সোহেল। উদ্ধার হয় ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬শ টাকা। টাকাগুলো পরে সোনালী ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top