সকল মেনু

সিএনএনকে ভেনিজুয়েলা থেকে বহিষ্কারের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক, ২১ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। ভেনিজুয়েলায় চলা সরকার বিরোধী বিক্ষোভের সংবাদ প্রকাশের জের ধরে তিনি এ হুমকি দেন গণমাধ্যমটিকে।

রাষ্ট্রীয় এক টেলিভিশন ভাষণে তিনি বিদেশি গণমাধ্যমের উদ্দেশে বলেন, অনেক প্রপাগান্ডা চালানো হয়েছে। ভেনিজুয়েলার বিরুদ্ধে কোন যুদ্ধ-প্রপাগান্ডা আমি সহ্য করব না। এ সময় তিনি সিএনএনের উদ্দেশ্যে বলেন, যদি সিএনএন তার প্রকাশিত সংবাদ সংশোধন না করে তাহলে সিএনএনকে দেশ থেকে বের করে দেওয়া হবে।

তিনি জানান, ভেনিজুয়েলার ত্যাচিরা প্রদেশে চলমান অসন্তোষ বন্ধে নিরাপত্তা বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

এ সময় তিনি সহিংসতা উস্কে দেওয়ার জন্য বিরোধী নেতা হেনরিক ক্যাপরিলসকে দায়ী করেন।

তবে ক্যাপরিলস প্রেসিডেন্টের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সরকারের সাথে সংলাপে বসতে রাজি। কিন্তু সরকারই তার অভিযোগ আমলে নিচ্ছে না।

এক সংবাদ সম্মেলনে ক্যাপরিলস শনিবারও সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top