সকল মেনু

সর্বস্তরে বাংলা প্রচলনে প্রত্যেককে চেষ্টা করতে হবে

ঢাকা, ২১ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : বাংলাদেশের প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন বলেছেন, সর্বস্তরে বাংলা প্রচলেনর জন্য প্রত্যেককে যার যার অবস্থান থেকে চেষ্টা করতে হবে। বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখতে হবে।

আজ শুক্রবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিদের নিয়ে শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন মোজ্জামেল হোসেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহীদ মিনারের মূল বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ হাইকোর্ট ও ট্রাইব্যুনালের বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top