সকল মেনু

দীর্ঘ যানজটের কবলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা, ২০ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ত্রিশ কিলোমিটার এলাকাজুড়ে যানজটে আটকে আছে শতশত যাত্রীবাহী পরিবহন। ফলে আটকা পড়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

জানা গেছে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ে রাস্তায় ব্যারিকেড দেয়ার পর থেকেই এই জট বাঁধে, যা এখনো ছাড়ানো সম্ভব হয়নি। এদিকে দীর্ঘ যানজটে আটকা পড়ে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। অনেককেই হেটে গন্তব্যের পথে রওনা হতে দেখা গেছে।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট সৈয়দ জাকির হোসেন জানান, রাস্তার দুই পাশের গাড়ি আটকা পড়ায় জট ছাড়াতে তাদের হিমশিম খেতে হচ্ছে।

ঢাকামুখে কুমিরা থেকে বড় দারোগারহাট পর্যন্ত জট রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে চট্টগ্রামমুখে বারৈয়ারহাট থেকে মিরসরাই পর্যন্ত এলাকার সড়কে গাড়ির জট রয়েছে।

জোরারগঞ্জ পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মেহেদি হাসান জানান, যানজটের পাশাপাশি গাড়ির চাপ বেশি থাকায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top