সকল মেনু

উ. কোরিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান চীনের

আন্তর্জাতিক ডেস্ক , ১৯ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ অনুমোদিত তদন্তকারী দল কর্তৃক আনীত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। এ ছাড়া এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের এক মন্তব্যকেও ‘অযৌক্তিক সমালোচনা’ বলে মন্তব্য করেছে দেশটি।

সোমবার প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে মর্মে যে সব সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে, সে সবকে সঠিক ধরে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, ‘আমরা এ অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছি।’ এ ছাড়া চীন উত্তর কোরিয়ার কোনো অপরাধে নিজেদের কোনো ধরনের সংশ্লিষ্টতাও পুরোপুরি অস্বীকার করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top