সকল মেনু

শ্রীপুর উপজেলা নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ ‘সকালে উৎকন্ঠা বিকালে স্বস্তি’

রিপন হোসেন, যশোর থেকে:  হাইকোর্টের একটি স্থগিতাদেশের কারনে গতকাল মঙ্গলবার মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাচনী কার্যক্রম কিছুক্ষণের জন্য স্থগিত ছিল। হাইকোর্টের এই স্থগিতাদেশের কারনে শ্রীপুরের প্রাথীরা সারাদিন উৎকন্ঠিত ছিল। পরে বিকালে স্থগিতাদেশের বিষয়ে আপিল বিভাগের পুনঃস্থগিতাদেশের খবর জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে পৌছালে তাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। সকাল সাড়ে ১০ টার দিকে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে আসা হাইকোর্টের একটি আদেশের কপিতে জানানো হয় আবু আনছার নাজাত নামে শ্রীপুরের জনৈক ব্যক্তি হাই কোর্টের একটি বেঞ্চে স্থানীয় সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি রিট পিটিশন দাখিল করেছেন। যার প্রেক্ষিতে আদালত শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছেন। তবে এ বিষয়ে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। যার শুনানি একই দিন মঙ্গলবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। এ স্থগিতাদেশের কারনে প্রশাসনিকভাবে শ্রীপুর উপজেলার নির্বাচনী কার্যক্রম প্রশাসনিকভাবে বন্ধ রাখা হয়। পরে বিকালে জেলা রির্টানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম তারেক দপ্তরে প্রথমে ফোন ও পরে ফ্যাক্স বার্তায় আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতের একটি আদেশে পুনরায় জানানো হয়, শ্রীপুরের হুমায়নুর রশিদ মুহিত নামে জনৈক ব্যক্তির করা আপিল শুনানিতে পূর্বের আদেশ ১ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এই নির্দেশনা পেয়ে বিকাল সাড়ে ৪ টা থেকে নির্বাচনী কার্যক্রম আবার শুরু করে জেলা প্রশাসন। জেলা রির্টানিং অফিসার মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম তারেক বলেন,‘ হাইকোর্টের একটি বেঞ্চের আদেশের কারনে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শ্রীপুরে নির্বাচনী কর্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে বিকালে এ সংক্রান্ত পুনঃআদেশে পূর্বের আদেশ স্থগিতের খবর আসায় আবার নির্বাচনী কর্যক্রম শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারী বুধবার যথারীতি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top