সকল মেনু

একযুগ পর বি. চৌধুরীর বাসায় খালেদা জিয়া

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : প্রায় একযুগ পর বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবনে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বেশ কিছুদিন ধরে অসুস্থ বি. চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ১২ নম্বর রোডের ১৯ নম্বর বারিধারার বাসায় যান খালেদা জিয়া।

প্রায় একঘণ্টা সেখানে অবস্থান শেষে রাত ৯টা ১২ মিনিটে তিনি বাসভবন ত্যাগ করেন। এ সময় দুই নেতা একান্তে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, ঢাকা মহানগর বিকল্পধারার সভাপতি মাহবুব আলী, প্রবাসী বিষয়ক সম্পাদক মুনিরুল ইসলাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, চেয়ারপারসনের একান্ত ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসন সাবেক এ রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।

এর আগে খালেদা জিয়া বি. চৌধুরীর বাসায় পৌঁছালে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) মান্নান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বিএনপি চেয়ারপারসকে স্বাগত জানান।

বি চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। বিএনপি সরকারের বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক টানাপোড়েনে ২০০১ সালে দীর্ঘদিনের রাজনৈতিক দল বিএনপি থেকে বের হয়ে যান। গঠন করেন নতুন রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ। বর্তমানে বি চৌধুরী এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top