সকল মেনু

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে  হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে। র‌্যাবের মহা-পরিচালক এ মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে উপস্থিত করায় এ নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা আগামী ৫ মার্চ আদালতে এ মামলার সকল নথিপত্র নিয়ে উপস্থিত হতে বলা হয়েছে।

 

এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ চন্দ্র নিতাই হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি মো. বকুল মিয়া, রফিকুল ইসলাম, কামরুল হাসান অরুনকে এ মামলায় ২০১২ সালের ১০ ফেব্রুয়ারি এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

 

এই তিনজনের পক্ষে আজ  আদালতে জামিন আবেদন নিয়ে গেলে আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে আসাসিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাসুদ হোসেন দোলন, অ্যাডভোকেট খলিফা শামসুন্নাহার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top