সকল মেনু

নিহত শিশুদের স্মরণে ফরিদপুরে ১২৬ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে শোক

 লিটু সিকদার ফরিদপুর প্রতিনিধি: যশোরের বেনাপোলে সড়ক দূর্ঘটনায় নিহত সাত স্কুল ছাত্রের আত্মার মাগফেরাতের জন্য ফরিদপুরের স্কুল গুলোতে জাতীয় সঙ্গীত, ১ মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকেই ফরিদপুরের বিভিন্ন স্কুলে এই কর্মসূচি পালন করা হয়। দুপুর ১টার দিকে পশ্চিম খাবাসপুর সরকারি রিয়াজউদ্দিন প্রাথমিক বিদ্যালয়ে ওই ৭ শিক্ষার্থীর জন্য এ কর্মসুচি পালন করা হয়। ফরিদপুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান জানান, মর্মান্তিক ভাবে ওই ৭ শিক্ষার্থীর সাথে আমরাও সমবেদনা জানাতেই এ কর্মসুচি। তিনি বলেন, সোম থেকে বুধবার পর্যন্ত ফরিদপুর সদরের ১২৬টি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার ৮৮৫টি স্কুলেই এই কর্মসুচি পালন করা হবে। যতগুলো স্কুলে সম্ভব হয়েছে সেসব স্কুলে সোমবার দোয়া মাহফিল হয়েছে। মঙ্গল ও বুধবার বাকী স্কুল গুলোতেও এই কর্মসুচি পালন হবে। উল্যেখ্য, গত শনিবার যশোহরের গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পিকনিকের গাড়ী মুজিবনগর থেকে ফেরার পথে চৌগাছা ঝাউতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৭ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top