সকল মেনু

দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়ল পাঁচ বছর

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : দ্রুত বিচার আইনের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০১৪ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমাবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশারারফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৭ এপ্রিল। মন্ত্রিসভা মনে করে মেয়াদ ৫ বছরের জন্য বাড়নো দরকার। এ কারণে ২০১৯ সালের ৭ এপ্রিল পর্যন্ত আইনটির মেয়াদ বাড়ানো হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন দেওয়ায় এটি এখন সংসদে পাঠানো হবে।

তিনি জানান, আইনটি প্রথম ২০০২ সালে জারি করা হয়। তারপর বিভিন্ন সময়ে দুই বছর মেয়াদী এ আইনটির মেয়াদ বাড়ানো হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোশারারফ হোসাইন ভূইঞা বলেন, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এ আইনটি। বিরোধী দল দমনে এ আইনের মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়নি। অপরাধীদের দমনের জন্য এ আইনের মেয়াদ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে আইনটি যখন চালু করা হয়, তখনকার প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এই আইনটির বিরোধিতা করে বলেছিল, বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে এই আইনটির অপব্যবহার হবে বলে তারা আশঙ্কা করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top