সকল মেনু

নেপালের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক , ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  নেপালে নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটির পশ্চিমাঞ্চলের আরঘাখানচি জেলায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়ে গেছে।

উদ্ধারকারী হেলিকপ্টারের সাহায্যে বিমানটির অবস্থান জানা গেছে। বিমানটিতে কেউ বেঁচে নেই বলে উদ্ধারকারী কর্মকর্তারা আশঙ্কা করছেন।

উদ্ধারকারী দল স্থল পথে দুর্ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা শুরু করেছে। দুর্ঘটনাস্থলে হেলিকপ্টার নিয়ে পৌঁছানো যাচ্ছে না।

নেপাল এয়ারলাইনসের বিমানটি রবিবার ১৮ জন যাত্রী নিয়ে পোখরা থেকে জুমলা যাওয়ার পথে নিখোঁজ হয়। পোখরা থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পর থেকেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top