সকল মেনু

বিজ্ঞাপন, গাড়ির নেমপ্লেট, বিলবোর্ডে বাংলা লেখার নির্দেশ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন, গাড়ির নেমপ্লেট ও বিলবোর্ড বাংলায় লেখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই নির্দেশ দেন। 

গতকাল রোববার আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। 
আজ ওই রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশ দেন। 

রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সাতজনকে বিবাদী করা হয়। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top