সকল মেনু

আল কায়েদার হুমকির তদন্ত চলছে: আইজিপি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার একটি অডিও বার্তায় জেহাদের যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা গুরুত্ব সহকারে অনুসন্ধান ও তদন্ত চলছে বলে জানালেন আইজিপি হাসান মাহমুদ খন্দকার।

রবিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত শহরের যানজট নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা কন্ট্রোল রুমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আল কায়েদার কেউ বাংলাদেশে এসে ঘুরে গেছে কী না সে বিষয়ে কৌশলগত কারণে এখই তদন্তের স্বার্থে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ করে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। জঙ্গীবাদ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কার্যকর রয়েছে।’

তিনি নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলা প্রসঙ্গে বলেন, ‘র‌্যাব মামলাটি বেশ গুরুত্ব সহকারে তদন্ত করছে। ইতোমধ্যে আমি র‌্যাবের মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা করেছি। তিনি আমাকে জানিয়েছেন যে, মামলাটির দ্রুত অগ্রগতি হচ্ছে। র‌্যাব কোনো ধরনের প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে তদন্ত করছে যা একেইবারে শেষ প্রান্তে। দ্রুত এই আলোচিত হত্যাকাণ্ডের ক্লু উদঘাটিত হবে। ভালো কিছু জানা যাবে।’

তিনি বলেন, ‘এ মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ঠা, একাগ্রতা ও আন্তরিকতার কোন ঘাটতি নেই। এ কারণে এ মামলায় অবশ্যই সফলতা আসবে।’

পুলিশ বাহিনী প্রসঙ্গে আইজিপি বলেন, ‘সকল আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় চরম আত্মত্যাগের মাধ্যমে দেশপ্রেম দেখিয়েছে।’

সন্ধ্যায় আইজিপি শহরের মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে পুলিশের স্পোর্টস এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-পুলিশের ডিআইজি আসাদুজ্জামান, ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক নুরুজ্জামান, সিআইডি ব্রাঞ্চের প্রধান অতিরিক্ত আইজিপি জাবেদ পাঠোয়ারী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শহীদুল ইসলাম, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমানসহ সাত থানার ওসিসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top