সকল মেনু

আল-কায়েদা এখন ল্যাব টেস্টে

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : বাংলাদেশ সম্পর্কে আরবি ভাষায় দেওয়া আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির বিবৃতির সত্যতা যাচাই-বাছাই করতে তার বক্তব্যের ভিডিও-বার্তাটি এখন ল্যারেটরিতে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার এক তথ্যপ্রযুক্তি কর্মকর্তা রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ইতিমধ্যে আল জাওয়াহিরির অতীতের অডিও-ভিডিও সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে কটূক্তি করে দেওয়া ভিডিও-বার্তাটির একটি কপি সংগ্রহ করে তা ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে।

র‌্যাবের ল্যাবে এই দুটি কণ্ঠস্বর মিলিয়ে দেখা হচ্ছে, আদৌ বিবৃতির কণ্ঠটি আল জাওয়াহিরির কি না। রোববার দিনভর এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ করেছে। তবে ফলাফল এখনো পাওয়া যায়নি। সোমবার এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন র‌্যাবের এক কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top