সকল মেনু

হাকিমপুরে ‘স’ মিল পরিচালনায় অনিয়মের অভিযোগে তদন্ত অনুষ্ঠিত

 নুরন্নবী বাবু.দিনাজপুর প্রতিনিধি ১৬ ফেব্র“য়ারী ২০১৪:  বিধিবহির্ভূত উপায়ে দিনাজপুরের হাকিমপুরে দীর্ঘদিন যাবত দু’জন ‘স’ মিল মালিক দু’টি ‘স’ মিল পরিচালনায় অনিয়মের অভিযোগ ওঠায় রোববার সরেজমিনে তদন্ত অনুষ্ঠিত হয়। জেলার বিরামপুর উপজেলায় অবস্থিত সামাজিক বন বিভাগ, চরকাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাইদুল ইসলাম তালুকদার এ তদন্তটি করেন। একই উপজেলার অপর এক ‘স’ মিল মালিকের অভিযোগের ভিত্তিতে তিনি এ তদন্তটি করলেন। রেঞ্জ কর্মকর্তা, সাইদুল ইসলাম তালুকদার জানায়, বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের নীতিমালাকে তোয়াক্কা না করে উপজেলা সদরের দক্ষিণবাসুদেবপুর মহল্লায় মসজিদ ও সরকারী প্রাথমিক বিদ্যালয় সন্নিকটে আবাসিক এলাকায় জাকির হোসেন ও আসলাম হোসেন নামক দু’ব্যক্তি পাশাপাশি দু’টি ‘স’ মিল স্থাপন পূর্বক দীর্ঘদিন যাবত সে দু’টি ‘স’ মিল পরিচালিত করে আসায় একই মহল্লার সিরাজ উদ্দীন প্রামানিকের পুত্র ও ‘স’ মিল মালিক জসিম উদ্দীন প্রামানিক গত ২০/৫/২০১২ ইং ও গত ১/৭/২০১২ ইং তারিখে দিনাজপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবরে দাখিলকৃত দু’টি অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, দিনাজপুর এর ইউ,ও নং- ০৪ তারিখ ২/২/২০১৪ ইং স্মারকে পত্রের আদেশে সরেজমিনে তদন্ত করেন এবং তদন্তকালে তিনি অভিযোগের সত্যতা পান। এসময় ‘স’ মিল মালিক জাকির হোসেন আগামী ১৫ দিনের মধ্যে তার ‘স’ মিলটি অনত্র সরিয়ে নেয়ার অন্যথায় মিলটি বন্ধ করে দেয়ার লিখিত অঙ্গীকার করেন এবং অপর ‘স’ মিল মালিক আসলাম হোসেন জানান তিনি যে ‘স’ মিলটি চালিয়ে আসছেন সেটির প্রকৃত মালিক জনৈক জোব্বার হোসেন এবং এই ‘স’ মিলটি পরিচালনার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি রয়েছে। এসংক্রান্ত প্রয়োজনীয় কাগজ পত্র জোব্বার হোসেন সোমবার তদন্ত কর্মকর্তার নিকট দেখাতে চেয়েছেন, অন্যথায় সেটিও বন্ধ করে দেওয়া হবে বলে রেঞ্জ কর্মকর্তা সাইদুল ইসলাম তালুকদার
জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top