সকল মেনু

দিনাজপুর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন

নুরুন্নবী বাবু.দিনাজপুর প্রতিনিধি ১৬ ফেব্র“য়ারী ২০১৪:  শুক্রবার আনন্দঘন মুহুর্তের মধ্যে দিয়ে দিনাজপুর সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর দিনাজপুর বড় ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সংবাদপত্র হকাররা তাদের বিভিন্ন মেধা ও কলাকৌশল ক্রীড়াতে দেখিয়ে কয়েকটি পুরস্কার লাভ করে। পুরস্কার শেষে অস্থায়ী কার্যালয় স্টেশন রোডস্থ এলাকায় বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ও দিজেসস সভাপতি মো. আব্দুল মজিদ সকলের উদ্দ্যেশে বলেন, খেলাধুলা মানুষের আয়ু বৃদ্ধি করে এবং শরীর ও মনকে সুস্থ্য রাখে। তাই খেলাধুলার বিকল্প নেই। সংবাদপত্র হকার হল সাংবাদিক ও সংবাদপিপাসুদের প্রাণ। তাদের মাধ্যমেই সারা শহর জুড়ে সংবাদপত্র ছড়িয়ে পড়ে। তিনি বলেন, হকাররা দিন-রাত পরিশ্রমের মাধ্যমে সংবাদপত্র মানুষের দোর গড়ার পৌঁছে দিচ্ছে। অথচ এই সংবাদপত্র হকারদের তেমন কোন মূল্যায়ন করা হচ্ছে না। বিভিন্ন প্রতিষ্ঠান শুধু সংখ্যালঘু এবং বিভিন্ন স্তরের মানুষদের শিক্ষা, স্বাস্থ্যের বিষয়ে সহযোগিতা করলেও সংবাদপত্র হকারদের কোন সহায়তা করে না। তিনি সকল সরকারি-বেসরকারি সংস্থাদের এই অবহেলিত হকারদের সহযোগিতার জন্য আহবান জানান। দিসহবস এর সাধারণ সম্পাদক এস.এন.আকাশ এবং এ্যাড. আবু কাউসার জানান, সংবাদপত্র হকারদের অনেক প্রতিভা রয়েছে। কিন্তু তারা মেধা বিকাশের সুযোগ পায় না। সমাজের সর্বস্তরের সকলকে তাদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত। বনভোজনে অংশ গ্রহণ করে বিভিন্ন স্তরের পেশাজীবি, কৃষিজীবী, বিভিন্ন জনৈতিক দলের নেতৃবন্দৃ এবং সাংবাদিকবৃন্দ এবং শতাধিক সংবাদপত্র হকাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top