সকল মেনু

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

এম শাহজাহান আহমদ,মৌলভীবাজার, ১৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : জেলার কুলাউড়া উপজেলায় অন্তজেলার ডাকাত সর্দার বাবুল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
শনিবার গভীররাত ২টার দিকে উপজেলার ভাটেরা রাবার বাগানের ঘাগড়ার ছড়ার ১৭নং সেক্টরে রাস্তার ওপর এ ঘটনা ঘটেছে। নিহত ডাকাত বাবুল (৩০) উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলাম নগর গ্রামের অব্দুল হকের ছেলে। পুলিশ সূত্রে যানা যায়, স্থানীয় ভাটেরা রাবার বাগানের ঘাগড়ার ছড়ার ১৭নং সেক্টরে রাস্তার ওপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রাত ২টার দিকে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল ডাকাতের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। তখন পুলিশও পালাটা গুলি চালালে একপর্যায়ে বাবুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় অপর ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১ নালা বন্দুক ২টি, গুলি, ২টি বন্ধুকের খোসা, তালা, গ্রিল ভাঙার মেশিন, লোহার রট, দুটি দেশীয় রামদা, ৩টি বাংলা দা ও দুটি লাইটার উদ্ধার করেছে। এ ব্যপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আলমগীর হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত বাবুলের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top