সকল মেনু

আল-কায়েদার ভিডিও বার্তা খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আল-কায়েদার প্রধানের প্রকাশিত ভিডিও বার্তা বাংলাদেশের জন্য হুমকি নয়। তারপরও বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলনকক্ষে তথ্যপ্রযুক্তি অপরাধবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমরা সবকিছু মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। আমরা এটাকে হুমকি মনে করছি না।’

তিনি বলেন, রেজিস্ট্রেশনবিহীন সিম কার্ড বিক্রি না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top