সকল মেনু

সর্বত্র বাংলাভাষা প্রচলনের নির্দেশনা চেয়ে রীট

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : সংবিধানের ৩ অনুচ্ছেদ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশের সর্বত্র তথা সরকারি অফিস-আদালত আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত বাংলাদেশের সর্বত্র বাংলাভাষা প্রচলনের নির্দশনা চেয়ে রীট আবেদন দায়ের করা হয়েছে।

রবিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রীট দায়ের করেন ড.মো ইউনুছ আলী আকন্দ।

রীটে মন্ত্রীপরিষদের সচিব,আইন সচিব,স্বরাষ্ট্র সচিব,ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলা একাডেমির মহাপরিচালক ও রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিমকোর্টকে বিবাদী করা হয়েছে।

সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে শুনানী হবে বলে জানিয়েছেন রীটকারী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top