সকল মেনু

মুশফিকদের সামনে এবার ওয়ানডে চ্যালেঞ্জ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের পর সোমবার থেকে শুরু হচ্ছে একদিনের লড়াই। টেস্টে ১ হার আর ১ ড্র। টি-২০ সিরিজেও ২-০ ব্যবধানে পরাজয়ের পর এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাড়াতে চায় বাংলাদেশ।

তিনটি একদিনের ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সোমবারের প্রথম ম্যাচকে সামনে রেখে রোববার অনুশীলনে নামছে দুই দল।

সকালে বাংলাদেশ এবং দুপুরে লংকানদের অনুশীলণ। টি-টোয়েন্টি সিরিজে লড়াকু পরাজয়ের পর বাংলাদেশ একদিনের সিরিজে জয়ের জন্যে মুখিয়ে আছে। চট্টগ্রামে দুটি ম্যাচই ইনিংসের শেষ বল পর্যন্ত লড়াই করে বাংলাদেশ।

ভাগ্যদেবীর সহায়তা না থাকায় জয়বঞ্চিত হয় টাইগাররা। এবার একদিনের সিরিজে ছেড়ে কথা বলবে না টাইগাররা তা সকলেরই জানা। দুই দল নিজেদের মধ্যকার ৩৩তম ম্যাচ খেলবে।

২৮টি ম্যাচে জিতে হটফেভারিট সিংহের দল। তবে গত দুই বছর বাংলাদেশ যে ধারাবাহিক ক্রিকেট খেলছে তাতে নির্ঘাত এগিয়ে রাখতে হবে স্বাগতিকদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top