সকল মেনু

ফের সংসদ বসছে আজ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : চার দিন বিরতির পর ফের বসছে সংসদের প্রথম অধিবেশন।

রোববার বিকাল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।

এর আগে গত মঙ্গলবার চলতি অধিবেশনের ৭ত ম কার্যদিবস শেষে রাত ৯টা ১১ মিনিটে সংসদের বৈঠক রোববার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার।

গত ২৯ জানুয়ারি অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সংসদে ভাষণ দেন।

দশম সংসদের বিরোধী দল ও সরকারের শরিক হিসেবে জাতীয় পার্টি অধিবেশনের প্রথম দিন থেকেই সংসদে রয়েছে। এবারই প্রথম বিরোধী দল সংসদ বর্জনের রীতি থেকে বেরিয়ে এসে সংসদে নিজেদের অবস্থান তুলে ধরতে চেষ্টা করছেন।

দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হয় ২৯ জানুয়ারি। সংসদের চলতি অধিবেশন কত দিন চলবে তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে মার্চ পর্যন্ত এ অধিবেশন চলার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে মহাজোট সরকার গঠিত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top