সকল মেনু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অবরুদ্ধ

 রংপুর অফিস: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চতুর্থ শ্রেণীর কর্মচারি ইউনিয়নের  সাধারন সম্পাদক আব্রাহাম লিংকনকে হাসপাতাল ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে কর্মচারিরা হাসপাতাল পরিচালককে অবরুদ্ধ করে কর্মবিরতি শুরু করেছে। শনিবার সন্ধ্যায় একটি মাইক্রোবাসে বেশ কয়েকজন সাদা পোষাকধারি তাকে তুলে নিয়ে যায়। কর্মচারিদের অভিযোগ লিংকন কয়েকজন কর্মচারিকে নিয়ে হাসপাতাল ক্যাম্পাসে চা খাচ্ছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাস এসে দাঁড়ায় সেখানে। মাইক্রোবাস থেকে ৬-৭ জন সাদা পোষাকধারি লোক নেমে লিংকনকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি জানাজানি হলে কর্মচারিরা কাজ ফেলে বের হয়ে বিক্ষোভ করে হাসপাতাল ক্যাম্পাসে। এরপর তারা পরিচালক ডা. গোলাম মোস্তফাকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা পৌণে ৭ টায় তিনি অবরুদ্ধ অবস্থায় ছিলেন। লোকমান নামে এক কর্মচারি জানান, লিংকনসহ তারা বেশ কয়েকজন চা  খাচ্ছিলেন। এসময় সময় একটি মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্য পরিচয় দিয়ে লিংকনকে তুলে নিয়ে যায়। হাসপাতাল কর্মচারি ইউনিয়নের সভাপতি শাহীনুর ইসলাম জানান, বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কারা তাকে তুলে নিয়ে গেছে তাও আমরা জানি না। এবিষয়ে রাতেই কর্মচারি ইউনিয়নের জরুরি বৈঠক আহবান করা হয়েছে। সেখনেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হাসপাতাল পরিচালক ডা. গোলাম মোস্তফা জানান, ঘটনাটি শোনার পর আমি প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা কেউ লিংকনকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেনি। তিনি আরো জানান, আব্রাহাম লিংকনকে তুলে নিয়ে যাবার পর থেকে কর্মচারিরা আমাকে অবরুদ্ধ করে রেখেছেন। কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, আমাদের কোন সদস্য তাকে তুলে নিয়ে আসেনি। তবে লিংকনের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি   মামলা রয়েছে বলে কোতয়ালি থানা সুত্রে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top