সকল মেনু

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক,  ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হতে আগামী ৭ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিম-উই-৫ এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (বিএসসিসিএল)। বিএসিসিএলের পক্ষে টেলিযোগাযোগ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক চুক্তিতে সই করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানিয়েছন, চুক্তির পরপরই কাজ শুরু হবে এবং ২০১৬ সালের মধ্যেই বিএসসিসিএল সিম-উই-৫-এর সঙ্গে যুক্ত হবে।

জানা গেছে, সিম-ইউ-৫ এর সংযোগ পেতে সব মিলে ব্যয় হবে সাত কোটি ডলার বা ৫৪০ কোটি টাকা। এর মধ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে চার কোটি ডলার। বাকি টাকা বিএসসিসিএলকে যোগান দিতে হবে।

অপরদিকে বিএসসিসিএল সূত্র জানিয়েছেন, বর্তমানে বিএসসিসিএলের হাতে ১৩০ কোটি টাকা রয়েছে। আরো প্রায় একশ কোটি টাকা সংগ্রহ করতে হবে। এর মধ্যে ব্যন্ডইউথ রফতানি থেকে একটি বড় অংশ আসতে পারে।

প্রসঙ্গত, ২০১১ সালে সিএমইউ-৫ এর সঙ্গে প্রাথমিক চুক্তি করেছিল বিএসসিএল। কিন্তু নানা আলোচনা হলেও বিষয়টি এতোদন ঝুল ছিল।

সম্প্রতি বিএসসিসিএল নিজেদের ব্যবহারের বাইরে থাকা ব্যান্ডউইথের অর্ধেকটা রফতানির বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত পেয়েছে। এ ক্ষেত্রে প্রতিবেশী ভারতের পূর্বদিকের সাতটি রাজ্যসহ আরো তিনটি দেশে ব্যান্ডউইথ রফতানির আলোচনা চলছে। আখাউড়া অংশ দিয়ে ত্রিপুরা এবং বাংলাবান্ধা অংশ দিয়ে দার্জিলিং হয়ে ব্যান্ডউইথ রফতানি করা হতে পারে। আর এর মাধ্যমে বছরে অন্তত ৬০ কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top