সকল মেনু

বই মানুষকে পরিবর্তন করে

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : বই মানুষের আমূল পরিবর্তন করতে পারে। মানুষ মানুষের জন্য কিছু করে থাকে তা শুধু বইয়ের জন্যই বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ইনস্টিউটিট অব চাইল্ড হেলথ অ্যান্ড শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক এমআর খানের সভাপতিত্বে “জীবন জগৎ সফলতা” বইয়ের মোড়ক উম্মচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমাদের এই প্রিয় ব্যক্তিটি আজকে যেই বইটি তুলে ধরেছে আপনাদের কাছে তাতে বিজ্ঞান ও ধর্মকে পরিপূর্ণভাবে সম্বনয় সাধন করেছে। তিনি কোনো ধরণের পক্ষপাতিত্ব করেন নি বইটিতে। এই বইটিতে সব ধর্মের কথা উল্লেখ করা আছে।’

সাবেক বিচার পতি আব্দুর রউফ বলেন, ‘মানুষ এখনও নিজেকে মানুষ হিসেবে চিনতে পারেনি। যদি চিনতে পারত তাহলে মানুষ হয়ে মানুষ হত্যায় লিপ্ত হত না। আল্লাহ মানুষকে যে মেধাশক্তি দিয়েছেন তা কাজে লাগিয়ে ভালো কিছু না করে তার অপব্যবহার করছে।’

বইটির গুরুত্ব তুলে ধরে রাশেদা কে চৌধুরী বলেন,  ‘ধর্মের পাশাপাশি বইটিতে নারীর মর্যাদার কথাও বর্ণনা করা হয়েছে। দেশে ৬০ শতাংশ নারী জমি-জমা বিষয়ে এসিড সন্ত্রাসের শিকার হচ্ছেন।’

উক্ত বইয়ের মোড়ক উন্মচন অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সম্পাদক, দৈনিক ইত্তেফাক এর ডা. মোড়ল নজরুল ইসলাম, যুগ্ন মহাসচিব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা. মো. সিরাজুল ইসলাম, (মানস) এর প্রতিষ্ঠা সভাপতি, অধ্যাপক ডা. অরুপ রতন চৌধুরী, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এ রউফ, দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ারসহ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top